বিহারে খুন প্রাক্তন মন্ত্রীর বাবা, বাড়ি থেকে উদ্ধার দেহ

প্রাক্তন মন্ত্রী ও বিকাশশীল ইনসান পার্টির সভাপতি মুকেশ সাহনির বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ । তাঁর নিজের বাড়ি থেকেই মিলল দেহ ৷ সেটি বিকৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙায় । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এসডিপিও মণীশ চন্দ্র চৌধুরী-সহ বিরাউল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন । সূত্রের খবর, মুকেশ সাহনি বর্তমানে মুম্বইয়ে রয়েছেন । দারভাঙায় দেহ উদ্ধারের ঘটনার কথা স্বীকার করে এসএসপি জগুনাথ রেড্ডি বলেছেন, “প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহনির বাড়ি দারভাঙার সুপল বাজারের আফজলা পঞ্চায়েত এলাকায় । বাড়িতেই নৃশংসভাবে খুন হয়েছেন তাঁর বাবা জিতন সাহনি । তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ।” এসডিপিও মণীশ চন্দ্র চৌধুরীর কথায়, “প্রাথমিকভাবে এটি একটি হত্যা মামলা । নিহত জিতন সাহনি তাঁর বাড়িতে ঘুমাচ্ছিলেন । ওই সময়ে চুরি করার জন্য কয়েকজন তাঁর বাড়িতে প্রবেশ করে ৷ তিনি ঘটনার প্রতিবাদ করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা । ঘটনাস্থলে গৃহস্থালির জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ।”

error: Content is protected !!