
নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য নিযুক্ত হলেন প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা
প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য নিযুক্ত হয়েছেন। ১৯৮২ ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস আধিকারিক শ্রী গৌবা, ২০১৯ থেকে ২০২৪ এর আগষ্ট পর্যন্ত পাঁচ বছর শীর্ষ আমলা হিসাবে দায়িত্ব সামলেছেন। কোভিড ১৯ মোকাবিলায় ভারতের ভূমিকা ও আর্থিক অবস্থার পুনরুদ্ধার সহ গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নগর উন্নয়ন মন্ত্রকের সচিব এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রী তার নিয়োগ অনুমোদন করেছেন।শ্রী রাজীব গৌবা, নীতি আয়োগের অন্যান্য পূর্ণ সময়ের সদস্যদের মতোই সম মর্যাদার অধিকারী হবেন।