অবশেষে স্বস্তি, ৪ সপ্তাহের জামিন পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু

স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেন চন্দ্রবাবু নায়ডু। তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে জামিন মঞ্জুর করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু। আদালতে গেলেও টিডিপি প্রধানের জামিনের আবেদন খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। অবশেষে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন চন্দ্রবাবু। এদিকে, জামিনের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে উঠেছেন টিডিপি সমর্থকরা। সেপ্টেম্বরে চন্দ্রবাবুর গ্রেপ্তারির পর অশান্তি ছড়িয়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশে।  প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি মামলায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিআইডি। যদিও সেই এফআইআরে নাম ছিল না চন্দ্রবাবুর। পুলিশের দাবি, তদন্তের অগ্রগতির সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম উঠে আসে। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়। 

error: Content is protected !!