করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন সিপিএম সাংসদ আবুল হাসনত খান

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের প্রাক্তন সাংসদ আবুল হাসনত খান। বয়স হয়েছিল ৭৪। সূত্রে খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২০ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন তিনি। শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ মৃত্যু হয় সাংসদের। প্রাক্তন সিপিএম সাংসদ আবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের রাজনৈতিক মহলে।