বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ও সজল ঘোষ
প্রথম থেকেই ঠিক ছিল আজকের সভায় যোগ দেবেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ও তৃণমূলের ছাত্র নেতা সজল ঘোষ । সজল ঘোষকে দলে টানতেই এবং তাঁকে সামনে রেখে আগামীদিনে উত্তর কলকাতায় বিজেপির ঘাঁটি শক্ত করতে আমহার্ট স্ট্রিটকে বেছে নিয়েছিলেন শুভেন্দু-রাজীবরা । নির্ধারিত ছিল প্রথমে তাঁরা মিছিল করবেন, তারপর সভামঞ্চে বক্তব্য পেশ করবেন । সেখানে সজল ঘোষের পাশাপাশি গেরুয়া পতাকা তুলে নেবেন অশোক দিন্দাও । এদিন ব়্যালির পর মঞ্চেই উপস্থিত ছিলেন দিন্দা। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। তারপর তাঁকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও শোনা যায়। দিন্দা বলেন, “সকলকে ধন্যবাদ জানাই। বিজেপির মতো ভারতের বৃহত্তম রাজনৈতিক দল আমাকে গ্রহণ করেছে। আমি আজ বিজেপিতে যোগ দিচ্ছি। ১২-১৪ ঘণ্টা সময় দেব। এজন্যই ক্রিকেট থেকে অবসর নিয়েছি। দল যখন যা দায়িত্ব দেবে, সেটাই পালন করব।”