প্রয়াত প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই প্রাক্তন ফুটবলার। বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৬৩ সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন চন্দন বাবু। ১৯৬৬ সালে অধিনায়ক করা হয়েছিল তাঁকে।