প্রয়াত প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবলার শ্যামল ঘোষ। মঙ্গলবার সন্ধেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে বয়স হয়েছিল ৭৩ বছর। অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন তিনি।  কয়েকদিন আগেই বুকে স্টেইন বসেছিল। তারপর ভালই ছিলেন। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় একটি ক্লাবে আড্ডা মারতেও যান। কিন্তু বিকেলে হঠাৎ অবস্থার অবনতি হয়। সন্ধেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন।  ময়দানের তিন প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান- তিন ক্লাবেই দাপিয়ে খেলেছেন তিনি। তিনি এনে দিয়েছেন একাধিক ট্রফি। খেলেছিলেন খিদিরপুরের জার্সিতেও। ফুটবলারের পাশাপাশি কোচ হিসেবেও নজর কাড়েন শ্যামল ঘোষ। বাংলার হয়ে জিতেছিলেন সন্তোষ ট্রফিও। ১৯৯৩ সালে ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব নেন।

error: Content is protected !!