
প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন। আজ, শুক্রবার ১০টা বেজে ৪৩ মিনিটে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ইসরোর এই চেয়ারম্যানের মৃত্যুতে শোকপ্রকাশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পদ্মশ্রী পুরস্কার ছাড়াও পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মানেও ভূষিত হয়েছিলেন কে কস্তুরীরঙ্গন। ইসরো-র তরফে জানানো হয়েছে, রবিবার প্রাক্তন ইসরো চেয়ারম্যানের শেষকৃত্য সম্পন্ন হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য রমন রিসার্চ ইনস্টিটিউটে শায়িত থাকবে প্রয়াত বিজ্ঞানীর মরদেহ। ১৯৯৪ সালে ইসরোর পঞ্চম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডঃ কস্তুরীরঙ্গন। ৯ বছরেরও বেশি সময় ধরে ইসরোর মহাকাশ কমিশন এবং মহাকাশ বিভাগে নেতৃত্ব দিয়েছেন। ২০০৩ সালের ২৭ অগস্ট তিনি পদত্যাগ করেন। মহাজাগতিক এক্স-রে উৎস, গামা রশ্মি এবং পৃথিবীর বায়ুমণ্ডলে তার প্রভাবের উপর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, “জাতির প্রতি তাঁর নিঃস্বার্থ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইসরোর সেবা করেছেন। ভারতের মহাকাশ কর্মসূচিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তার জন্য আমরা বিশ্বব্যাপী স্বীকৃতিও পেয়েছি।”