প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি

প্রয়াত হাফিজ আলন সৈরানি। সোমবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ফুসফুসে ক্যান্সার ধরা পড়ায় বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন এই কংগ্রেস নেতা। দু’সপ্তাহ আগে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখান থেকে রবিবার এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে শ্রদ্ধা জানানোর জন্য তাঁর দেহ রাখা হবে। তারপর ১১টা ৩০ মিনিট- থেকে ১২ টা পর্যন্ত বিধান সভায় তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাঁর মৃতদেহ উত্তর দিনাজপুর চাকুলিয়াতে নিয়ে যাওয়া হবে। ৩০ নভেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা আলি  ইমরান রামজ।