সকালে করোনা পরীক্ষার রিপোর্ট এসেছিল পজিটিভ আর বিকেলে নেগেটিভ এলো এইচ ডি দেবগৌড়ার, আক্রান্ত স্ত্রী
সকালে করোনা পরীক্ষার রিপোর্ট এসেছিল পজিটিভ ৷ তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর ফের পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ৷ বুধবার সকালে নিজেই টুইট করে কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানান প্রবীণ এই রাজনীতিক ৷ জানান, শুধু তিনি নন, করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও ৷ এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানো হয় তাঁকে ৷ জানা যায়, একেবারে সুস্থ আছেন দেবগৌড়া ৷ তাঁর নতুন করোনা রিপোর্টও নেগেটিভ আসে ৷ তবে দেবগৌড়ার স্ত্রী চেন্নাম্মার করোনার পরীক্ষার রিপোর্ট ওই হাসপাতালেও পজিটিভই আসে ৷ তাই আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷