প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গিরিজা ব্যাস

বর্ষীয়ান কংগ্রেস নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গিরিজা ব্যাস প্রয়াত। বয়স হয়েছিল ৭৯ বছর। বৃহস্পতিবার আহমেদাবাদের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। মার্চ মাসে উদয়পুরের বাড়িতে আরতি করার সময় অগ্নিদগ্ধ হন তিনি। আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর ভাই গোপাল শর্মা জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর থেকেই হাসপাতালেই ভর্তি ছিলেন গিরিজা ব্যাস। সেখানেই এ দিন প্রয়াত হন তিনি।

error: Content is protected !!