রাজস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একই পরিবারের ৪

রাজস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গম ভাঙানোর মেশিন চালু করতেই দুই সন্তান-সহ এক মহিলা এবং তাঁর বাবার প্রাণ যায়। মেশিনটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বারমেরের রামদেবপুরের একটি গ্রামে পরিবার নিয়ে থাকতেন হাথে সিং। ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রাণ গিয়েছে মেয়ে চাইলু কানোয়ার এবং তাঁর দুই ছেলে যশবন্ত এবং প্রতাপেরও। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্তারাও। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের প্রাথমিক অনুমান, গম ভাঙানোর মেশিন থেকেই সমস্যার সূত্রপাত। তার জেরে একে একে চারজনের প্রাণ গিয়েছে।

error: Content is protected !!