দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল ৪টি রেডপান্ডা ও ২টি স্নো লেপার্ডের
ফের নজির দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানার। পুজোর আগে পাহাড়ের পর্যটকদের দারুণ সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাও আবার একটা নয়। দু-দুটো সুখবর ৷ দার্জিলিং চিড়িয়াখানায় আগমন হল ৬ নতুন অতিথির ৷ জন্ম হল ৪টি রেডপান্ডা ও ২টি স্নো লেপার্ডের ৷ প্রাণী প্রজনন বা ক্যাপ্টিভ ব্রিডিংয়ে এশিয়ায় মধ্যে যে সেরা, তা ফের একবার প্রমাণ করল দার্জিলিং চিড়িয়াখানা ৷ আগমন হল ছয় নতুন অতিথির। তাতে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। এই চিড়িয়াখানার অধীনে থাকা তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার্ডের জন্ম হয়েছে। দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, “আমরা দারুণ খুশি। ক্যাপটিভ ব্রিডিংয়ে সফলভাবে আরও চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার্ড জন্ম নিয়েছে ৷ প্রত্যেকেই সুস্থ রয়েছে।” মাসখানেক আগে জন্ম হওয়ার পর বিপদ পর্যায় কাটলে ওই ৬টি শাবকের খবর প্রকাশ্যে আসে। সদ্য জন্ম হওয়ায় ৬টি শাবকই সুস্থ রয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে ৷ গত জুলাই মাসের শেষের দিকে রেড পান্ডা দম্পতি নিক্কি এবং প্রন্ন চার শাবকের জন্ম দিয়েছে ৷ প্রায় একই সময়ে স্নো লেপার্ড রাহানা দুই শাবকের জন্ম দিয়েছে ৷ মায়েদের আদর যত্নেই বেড়ে উঠছে তারা। দিনরাত খুদেদের উপর নজরদারি রাখছেন চিকিৎসক ও পার্ক কর্তৃপক্ষ। নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। নতুন দু’টি শাবকের জন্মের ফলে মোট স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে ১১। কারণ আগেই 9টি স্নো লেপার্ড ছিল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে ৷