ফ্রান্সে ৩০৩ ভারতীয়কে ‘পাচার’ কাণ্ডে গ্রেফতার ২

৩০০-র বেশি ভারতীয় যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী এক বিমানের হঠাৎই ফ্রান্সে তড়িঘড়ি অবতরণ নিয়ে ঘনিয়েছিল রহস্য। এরপরেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বিমানে করে মানব পাচারের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে নিজেদের হেফাজতে নিয়েছেন ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্সের ভারতীয় কনস্যুলেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে নিকারাগুয়াগামী বিমানে করে মানব পাচারের খবরটি গোপন সূত্রে পেয়েছিলেন ফরাসি কর্তৃপক্ষ। এরপরে বিমানটিকে আটক করতে শুরু হয় তৎপরতা। ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে বিমানটি আটক করা হয়েছে। দুই সন্দেহভাজন গ্রেফতার সহ বিমান আটকের ঘটনাটি নিশ্চিত করেছে ফ্রান্সে ভারতীয় কনস্যুলেট অফিস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সংক্রান্ত একটি পোস্টও করা হয়েছে। ভারতীয় দূতাবাসের একটি দল ঘটনাস্থলে গিয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বিমানের সমস্ত ভারতীয় যাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও পোস্টে উল্লেখ রয়েছে। এদিতে ফ্রান্সের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ধৃত ২ সন্দেহভাজন আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। ফরাসি সরকার ঘটনার তদন্তের ভার ফ্রান্সের জাতীয় অপরাধ বিরোধী সংস্থা জুনালকোর হাতে তুলে দিয়েছে বলে খবর। প্যারিসের প্রসিকিউটর অফিস এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিশেষ তদন্তকারীরা বিমানে থাকা সমস্ত যাত্রীদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। জানা গেছে, ৩০৩ যাত্রী নিয়ে রোমিয়ান লিজেন্ড এয়ারলাইন্সের বিমানটি দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর জ্বালানির প্রয়োজন হয়ে পড়েছিল। তাই বাধ্য হয়ে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে জ্বালানি নেওয়ার জন্য। বিমানের যাত্রীদের পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে এক বিশেষ সূত্র থেকে খবর পেয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর সেটিকে আটক করা হয়েছিল।

error: Content is protected !!