বিশ্ব ফুটবল আবারও নক্ষত্র পতন! প্রয়াত ফ্রাঞ্জ বেকেনবাউয়ার

প্রয়াত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৮ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। সোমবারই তাঁর পরিবার মৃত্যুর খবর জানিয়েছে। জানা গেছে, দুরারোগ্য পার্কিনসন রোগে ভুগছিলেন এই জার্মান ফুটবল তারকা। ক্রমশ সবকিছু ভুলে যাচ্ছিলেন তিনি। ২০১৫ সালে ছেলের মৃত্যুর পর শরীর আরও ভেঙে পড়ে। তার পরিবারের তরফে বলা হয়েছে, “ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় ওঁর সঙ্গেই ছিল।”  ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জেতে তৎকালীন পশ্চিম জার্মানি।শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও ১৯৯০ সালে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন বেকেনবাওয়ার। দু’দিন আগেই মারা গিয়েছেন ব্রাজিলের দিকপাল ফুটবলার মারিও জাগালো। তারপরই বেকেনবাওয়ারের মৃত্যুর খবরে শোকাহত ফুটবল অনুরাগীরা। ১৯৪৫ সালে জন্ম বেকেনবাওয়ারের। বাবা ছিলেন পিয়ন। ১৯৬৪ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ফুটবল খেলতে শুরু করেন বেকেনবাওয়ার। ক্লাবের হয়ে ৪০০-রও বেশি ম্যাচ থেলেছেন তিনি। প্রথমে ফরোয়ার্ড হিসেবে খেলা শুরু করলেও। পরে পজিশন বদলান। বায়ার্নের হয়ে চারটি লিগ খেতাব জেতেন তিনি। তিন বার ইউরোপ সেরা হয়েছেন।