অমিত শাহের সফরের প্রাক্কালেই ফের নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, পুলিশকর্মী সহ নিহত ৫

 ফের হিংসা ছড়াল মণিপুরে। সোমবারই ৩ দিনের সফরে মণিপুর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই নতুন করে ফের হিংসা ছড়াল উত্তর-পূর্বের এই রাজ্যে। হিংসার জেরে প্রাণ হারিয়েছেন ৫ জন। যার মধ্যে একজন পুলিসকর্মীও আছেন।  মণিপুরে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেই সেই রাজ্যে সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩ দিনের সফর। মণিপুরের গ্রাউন্ড জিরোতে উপস্থিত থেকে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন শাহ। সমাধান সূত্র খুঁজে দেখবেন। মণিপুরের হিংসার প্রসঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছেন, তাদের কাছে রিপোর্ট এসেছে যে ৪০ জন জঙ্গিকে গুলি করে নিকেশ করা হয়েছে। তবে নতুন করে হিংসায় প্রাণ হারিয়েছেন ৫ জন। যার মধ্যে একজন পুলিসকর্মীও আছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। প্রসঙ্গত, মণিপুরে চলা হিংসায় এখনও পর্যন্ত কমপক্ষে ৮০ জনের প্রাণহানি ঘটেছে।

error: Content is protected !!