আগামী ১১ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবেন ‘দিদির দূত’-রা

বিরোধীরা অপপ্রচার ও কুৎসায় মেতে আছে। ওরা রয়েছে টিভি চ্যানেল ও কোর্টে। আর আমরা রয়েছি মানুষের কাছাকাছি। ১১ জানুয়ারি থেকে ‘দিদির দূত’ হিসেবে তৃণমূলের ৫জন কর্মী সাধারণ মানুষের বাড়ি গিয়ে শুনবেন অভাব-অভিযোগ। তুলে ধরবেন সরকারি প্রকল্পের কথা। দিদির সুরক্ষা কবচ অ্যাপে মানুষের সমস্যা ডাউনলোড করা হবে। আসবে সমাধানের পথ। বুধবার টিটাগড়ে দলের দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি ছাড়াও এই বৈঠকে ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম প্রমুখ। ন্যূনতম পাঁচজন কর্মী বাড়ি বাড়ি যাবেন, রাজ্য সরকারের ১৫টি সামাজিক প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করবেন। এদিকে, জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কর্মীদের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। হাজির ছিলেন তৃণমূল নেতা সাহাবুদ্দিন শেখ, জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি গোপাল নস্কর। দিদির সুরক্ষা কবচ প্রচার কীভাবে মানুষের কাছে তুলে ধরা হবে তা নিয়ে পরামর্শ দেয় নেতৃত্ব।

error: Content is protected !!