শিবরাত্রি উপলক্ষে ফল-ফুলের বাজারে আগুন

আজ, শিবরাত্রি। এই উপলক্ষে শহরের বিভিন্ন ফল, ফুলের বাজার রীতিমতো আগুন। এদিন শহরের বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হয়েছে বিভিন্ন ফলমূল। এক একটি প্রমাণ সাইজের বেল বিক্রি হয়েছে ১৫-২০ টাকায়। শশা প্রতি কেজির দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। শাঁকালু ৫০, পিয়ারা ১০০, আপেল ১৫০, কমলালেবু প্রতি পিস ১০-১৫ টাকা, কাঁঠালি কলার ডজন ছিল ৬০ টাকা, নারকেল কুল ৬০-৭০ টাকা। ফুলের বাজারও ছিল আগুন। প্রতিপিস আকন্দ ফুলের ছোট মালার দাম ছিল ১০-১২ টাকা। কাটা ফল ও ধুতরো ফুলের প্রতি পিস এর দাম ছিল ৫ টাকা। প্রমাণ সাইজের গাঁদা মালার দাম ছিল ২৫-৩০টাকা। রজনী ও গাঁদা দিয়ে প্রতিপিস ছোট মালা বিক্রি হয়েছে ১০ টাকায়। ঝুরো ফুল বিক্রি হয়েছে ১৫ টাকায়।

error: Content is protected !!