
হুবলির ধারওয়াদ ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উদযাপন বহাল রাখল কর্ণাটক হাইকোর্ট
হুবলি-ধারওয়াদ ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থীর অনুষ্ঠানের অনুমতি দেওয়ার অনুমতিকে চ্যালেঞ্জ করেকরা আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। অর্থাৎ ধারওয়াদ ময়দানে গণেশ চতুর্থী উদযাপনের যে নির্দেশিকা কর্তৃপক্ষ দিয়েছিল, তা বহাল রেখেছে হাইকোর্ট। কারণ হাইকোর্ট লক্ষ্য করেছে, ধারওয়াদ ঈদগাহ ময়দান নিয়মিত কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। এর আগে কর্ণটকেরই চামরাজ পেটের ঈদগাহ ময়দানে আজ ৩১ অগাস্ট স্বল্প সময়ের জন্য গণেশ চতুর্থী পালনে র অনুমতি নিয়েছিল কর্ণাটক সরকার। তাতে ইতিমধ্যেই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, এএস ওকা এবং এমএম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ উভয় পক্ষকে আজকের মতো স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।