মাঝগঙ্গায় আটকে গেল প্রমোদতরী ‘গঙ্গা-বিলাস’

শুরুতেই বিপত্তি। যাত্রা শুরুর তিনদিনের মাথাতেই বিহারের ছাপরার কাছে মাঝ গঙ্গায় কাদায় আটকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের গঙ্গা বিলাস। শেষ পর্যন্ত রাজ্য বিপর্যয় মোকাবিলার সদস্যরা মাঝ গঙ্গায় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে তীরে পৌঁছে দেন। এমন ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ লক্ষাধিক টাকা দিয়ে বিলাসবহুল প্রমোদতরীতে গঙ্গা ভ্রমণে যাওয়া যাত্রীরা। মাঝ গঙ্গায় আটকে আতঙ্কিত হয়ে পড়েন প্রমোদতরীর যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ছোট ছোট নৌকায় করে তাঁরা যাত্রীদের উদ্ধার করে তীরে পৌঁছে দেন। সেখান থেকেই সড়ক পথে চিরান্দের উদ্দেশে রওনা হন ক্ষুব্ধ যাত্রীরা। প্রশ্ন উঠেছে, আগে সব দিক খতিয়ে না দেখে কেন তড়িঘড়ি পরিষেবা চালু করা হল? 

error: Content is protected !!