বড় চমক রাজ্য সরকারের, ১০০ টাকাতেই গঙ্গাসাগর!

এবারের গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রী থেকে দর্শনার্থী মায় পর্যটকদের জন্যও বড়সড় পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতা থেকে মাথাপিছু মাত্র ১০০ টাকাতেই চলে যাওয়া যাবে গঙ্গাসাগর মেলাতে। একই পরিমাণ টাকা খরচ করে ফেরত আসা যাবে কলকাতাতে। এর জন্য অবশ্য কাটতে হবে রাজ্য সরকারের পরিবহণ দফতরের বিশেষ একটি টিকিট। সেই এক টিকিটেই কলকাতা থেকে যাওয়া যাবে গঙ্গাসাগর, আবার ওই টিকিটেই গঙ্গাসাগর থেকে কলকাতা চলে আসা যাবে। এতে লাভ, এক তো কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে টিকিটের জন‌্য বারবার বাস বা ভেসেলের লাইনে দাঁড়াতে হবে না পুণ্যার্থীদের। সেই সঙ্গে বাড়বে না খরচও।

error: Content is protected !!