আগামী ১ এপ্রিল থেকে ১০টাকা কমছে গ্যাসের দাম!
পয়লা এপ্রিলে দাম বাড়ল না, বরং ১০ টাকা কমল। আগামী ১ এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হবে। কলকাতায় কমে নতুন দাম হল ৮৩৫টাকা ৫০পয়সা। নভেম্বর থেকে টানা দাম বেড়েছে রান্নার গ্যাসের। একমাসে টানা তিনবারও দাম বেড়েছিল তবে এবার কিছুটা কমলো ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম।অন্যদিকে, দিল্লি ও মুম্বাইতে দাম কমে দাঁড়াল ৮০৯টাকা। চেন্নাইয়ে দাম কমে দাঁড়াল ৮২৯ টাকা। তবে ভর্তুকির টাকা অধিকাংশ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না বলে দাবি করা হচ্ছে। মহামারি পরবর্তী সময়ে ক্রমাগত রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জেরে সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ। অবশেষে কিছুটা স্বস্তি পেল আমজনতা।