বিশ্বের ধনকুবেরদের মধ্যে তৃতীয় স্থানে গৌতম আদানি

এবার বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিন নম্বরে উঠে এলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। এই প্রথম কোনও এশিয়ার ব্যক্তি বিশ্বের ধনীদের তৃতীয় নম্বরে উঠে এলেন।  ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স এমনটাই বলছে। বর্তমানে আদানির থেকেও ধনী, এমন ব্যক্তি বিশ্বে মাত্র ২ জন। একজন হলেন আমাজন কর্তা জেফ বেজোস। অপরজন টেসলার মালিক ইলন মাস্ক। গৌতম আদানির সম্পদ ১৩৭.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে । ৬০ বছরের এই ধনকুবের তার কয়লা থেকে বন্দর ব্যবসাকে বাড়িয়েই চলেছেন। এখানেই শেষ নয়, ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া ও অ্যালুমিনাম পর্যন্ত সবেতেই ব্যবসায়িক পারদর্শিতা দেখিয়েছেন আাদনি। এখন ভারতের বৃহত্তম বেসরকারি-ক্ষেত্রের বন্দর, বিমানবন্দর অপারেটর, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আাদানি গোষ্ঠী।

error: Content is protected !!