গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

 গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় প্যালেস্টাইনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যাদের অর্ধেকের বেশি মহিলা ও শিশু। গাজায় দুই মাস ধরে চলা ইজরায়েলের ভয়াবহ হামলায় প্রায় ৫০ হাজার আহত হয়েছেন। ৭ অক্টোবর ইজরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে ইজরায়েল প্রথমে জানিয়েছিল। এর পর নিহতের সংখ্যা ১২০০ বলে জানায় তারা। এখন হিসাব আরও সংশোধন করে তারা ওই হামলায় নিহতের সংখ্যা এক হাজার ১৪৭ জন, আর আহত আট হাজার ৭৩০ বলে জানিয়েছে। ৭ অক্টোবর থেকেই গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইজরায়েল। প্রথমে তারা গাজার উত্তরাংশে গাজা সিটি ও এর আশপাশের অন্যান্য এলাকায় অবিরাম বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তখন গাজার দক্ষিণাংশকে নিরাপদ ঘোষণা করে উত্তরাঞ্চলের প্রায় ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে চলে যেতে বলে। এর পর গাজা সিটিসহ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে ইজরায়েলি বাহিনী। ব্যাপক প্রাণহানির মধ্যে গাজা সিটি চারদিক থেকে ঘিরে ফেলে স্থল অভিযান চালায়।

error: Content is protected !!