
নারী দিবসে নতুন ৪টি বাস রুটে সরকারি বাস পরিষেবা
বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি, তারাপীঠ যা ভলভো বাস সার্ভিস পরিষেবা পাওয়া যাবে । এছাড়া বারুইপুরের উত্তরভাগ থেকে হাওড়া ষ্টেশন ও বারাসত পর্যন্ত এই চারটি রুটের সরকারি বাস পরিষেবা শুরু করা হলো। বারুইপুরের ফুলতলায় নতুন বাস পরিষেবার উদ্ধোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পুর্বের বিধায়ক বিভাস সর্দার। এবার বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি, তারাপীঠ যা ভলভো বাস সার্ভিস পরিষেবা পাওয়া যাবে। তাছাড়াও বারুইপুরের উত্তরভাগ থেকে হাওড়া ষ্টেশন ও বারাসত পর্যন্ত এই চারটি রুটের সরকারি বাস পাওয়া যাবে। এই চারটি রুটের বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবে এলাকার বাসিন্দারা। শুধু বারুইপুর এলাকার বাসিন্দারাই নয় সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিং এর মত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও উপকৃত হবেন।