
‘কংগ্রেসকে ধ্বংস করেছেন রাহুল, ফিরে আসার আর জায়গা নেই’, দল ছাড়লেন গুলাম নবি আজাদ
কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ দল ছাড়লেন। দলের সমস্ত পদ থেকে, এমনকী প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম। শুক্রবার (২৬ অগস্ট), প্রাথমিক সদস্যপদ-সহ দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে পাঁচ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তিনি দলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন এই কাশ্মীরি নেতা। তিনি আরও লিখেছেন, বর্তমানে কংগ্রেস পার্টির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে আর ফিরে আসার কোনও অবকাশ নেই। ইস্তফাপত্রে তিনি প্রাক্তন কং সভাপতি রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন। রাহুলের “স্পষ্ট অপরিপক্কতা” এবং তাঁর পার্টিতে “আলোচনার ব্যবস্থা ধ্বংস করার” জন্যই দলের আজ এই অবস্থা বলে অভিযোগ করেছন গুলাম নবি আজাদ।