
গোয়ার নির্বাচনী লড়াই থেকে সরলেন লুইজিনহো ফ্যালেইরো
গত ১৮ জানুয়ারি গোয়ায় ভোটের স্ট্র্যাটেজি নিয়ে দীর্ঘ বৈঠকের পর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল। একেবারে স্থানীয় স্তরে গুরুত্ব দিয়ে এই তালিকা তৈরি হয়েছিল। টিকিট দেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো এবং প্রাক্তন বিধায়ক চার্চিল আলেমাওকে। ঘোষণা করা হয় রাজ্য কমিটি, যুব, মহিলা, ব্লক সমস্ত স্তরের কমিটি। লুইজিনহো এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সর্বভারতীয় সহ-সভাপতি। তিনিই সে রাজ্যে প্রথম তৃণমূলের দিকে পা বাড়ান। তাই তাঁর উপর একের পর এক দায়িত্ব দেয় তৃণমূল। ৪০ বিধানসভার গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি। পরিকল্পনা ছিল, বিধানসভা ভোটে লুইজিনহো জিতলে তাঁকে আবার রাজ্যে ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদল করেন। ঘোষণা করেন যে ভোটে তিনি লড়ছেন না, লড়বেন তাঁর এক আত্মীয়া অ্যাডভোকেট সিওলা ভাস। দলীয় নীতি অনুযায়ী, মহিলাদের ক্ষমতায়নে জোর দেওয়ার জন্য়ই তাঁর এই সিদ্ধান্ত। আমার অভিজ্ঞতা অনুসারে, রাজ্য স্তরে কাজ করা, সমস্ত প্রার্থীদের সাফল্যের জন্য গোয়া জুড়ে প্রচার করা আমার কর্তব্য। লুইজিনহো ফ্যালেইরো জানান, আমি নিজেকে একটি আসনে সীমাবদ্ধ রাখতে চাইনি তাই আমি দলের কাছে অনুরোধ করেছি একজন তরুণীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দিতে। এবং আমি আপনাকে আশ্বস্ত করছি, এটি ডেভিড এবং গোলিয়াথের মধ্যে একটি দুর্দান্ত যুদ্ধ হবে।”আজই গোয়ায় মনোনয়নের শেষ দিন। ৩০ আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও ২৬ টি আসনে লড়ছে তৃণমূল।