দেশে প্রথম স্বর্ণমুদ্রার এটিএম হায়দরাদে

এবার থেকে কি এটিএম-এ পাওয়া যাবে সোনার কয়েন! হায়দরাদে শুরু হল তেমনই ব্যবস্থা। সেখানে স্থাপন করা হল দেশের প্রথম স্বর্ণমুদ্রার এটিএম। একটি স্টার্ট আপ সংস্থার সাহায্যে অভিনব এই এটিএমটি চালু করা হয়েছে। যেখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের সাহায্যে যে কেউ সর্বাধিক ৫ কেজি ওজনের সোনার কয়েন পেতে পারেন। শুধু তাই নয়, যন্ত্রটিতে ০.৫ গ্রাম, ১০০ গ্রাম সহ সোনার কয়েনের প্রায় ৮ রকমের বিকল্প পাবেন উপভোক্তারা।

error: Content is protected !!