এবার রামমন্দিরে বসল ১২ ফুট লম্বা সোনার দরজা, ৬ দরজায় রয়েছে ১৮ কেজি সোনা

রাম মন্দিরের প্রথম তলায় রাম দরবারের মূর্তি প্রতিস্থাপনের শুভ সময় নির্ধারণ করেছে মন্দির কর্তৃপক্ষ। মে মাসের শেষ সপ্তাহে জয়পুর থেকে মূর্তিগুলি অযোধ্যায় আনা হবে। এরপর জুন মাসে সেই মূর্তি স্থাপন করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, মন্দিরের প্রথম তলায় 14টি দরজা বসানো হবে ৷ প্রথম তলায় সোনার দরজা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এই তলায় মোট 14টি দরজা স্থাপন করা হবে। যার মধ্যে ছ’টি দরজা সোনা দিয়ে খচিত। এতে প্রায় 18 কেজি সোনা ব্যবহার করা হয়েছে। প্রতিটি দরজায় তিন কেজি করে সোনা ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে এই দরজায় তামার প্রলেপ লাগানো হয়, তারপর সোনার প্রলেপ দেওয়া হয়। এই দরজাগুলি 12 ফুট উঁচু এবং আট ফুট চওড়া। তিন তলা বিশিষ্ট রাম মন্দিরে মোট 46টি দরজা স্থাপন করা হবে। এর মধ্যে 42টি দরজায় মোট 100 কেজি সোনার প্রলেপ দেওয়া হবে। মহারাষ্ট্র থেকে আনা সেগুন কাঠ দিয়ে তৈরি দরজাগুলির বয়স 1000 বছর বলে জানা গিয়েছে। এই দরজাগুলিকে আকৃতি দেওয়ার জন্য, হায়দরাবাদের কারিগরদের অযোধ্যায় মোতায়েন করা হয়েছে। রাম মন্দিরের প্রথম তলায় দরজা স্থাপনের পর, এখানে রাম দরবার প্রতিষ্ঠিত হবে। জুন মাস থেকে, রাম ভক্তরা রামলালার সঙ্গে রাম দরবারও দর্শন করতে পারবেন। নগরীর আদলে রাম মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের সমস্ত স্তম্ভ এবং দেয়ালে দেব-দেবীর মূর্তি খোদাই করা হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য ডঃ অনিল মিশ্রের মতে, মন্দিরের সমাপ্তির কাজ বর্তমান আছে ৷ এরই সঙ্গে দরজা লাগানোর প্রক্রিয়াও চলেছে।

error: Content is protected !!