আগামী ২ মার্চ গোপাল দলপতিকে হাজিরার নির্দেশ

খোঁজ পাওয়া গেল গোপাল দলপতির। জানা গিয়েছে আগামী ২ মার্চ তাঁকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে এতদিন ধরে যাকে খোঁজা হচ্ছিল সেই গোপাল দলপতির খব অবশেষে পাওয়া গিয়েছে। এতদিন অনুমান করা হচ্ছিল তিনি গা ঢাকা দিয়েছেন। কিন্তু জানা গিয়েছে যে তিনি নিজে সিবিআই-এর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি কাজের সূত্রে বাইরে রয়েছেন এবং ২ তারিখে তিনি কলকাতাতে ফিরবেন। তিনি আরও জানিয়েছেন ২ তারিখে ফিরে সিবিআই-এর তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করবেন। তিনি সিবিআই-এর কাছে আরও জানিয়েছেন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে কুন্তল ঘোষ যে বয়ান দিয়েছেন তা সঠিক নয়। তিনি জানিয়েছেন সিবিআই-এর সঙ্গে দেখা করে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন। আরও জানা গিয়েছে যে সিবিআই-এর তদন্তকারি অফিসাররা হৈমন্তিকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। 

error: Content is protected !!