গোসাবায় বাঘের থাবায় আহত ১ বনকর্মী

শনিবার গোসাবায় বাঘের থাবায় আহত হলেন এক বনকর্মী। তাঁর মুখে ও পায়ে আঘাত লেগেছে। ওই বনকর্মীর নাম পার্থ হালদার। তাঁকে গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, গতকাল লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের দেখা মেলে। আজ, শনিবার সেই বাঘের তল্লাশি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

error: Content is protected !!