১৪টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

পাক-যোগ রয়েছে এমন ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র। অ্যাপগুলির মধ্যে রয়েছে ক্রিপভাইসার, এনিগমা, সেফসুইস, মিডিয়াফায়ার, বিচ্যাট, আইএমও, সেকেন্ড লাইন ইত্যাদি। গোয়েন্দা সূত্রে খবর, এই অ্যাপগুলির মাধ্যমে মূলত জম্মু ও কাশ্মীরে এবং দেশের অন্য প্রান্তেও জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্ক রাখছিল পাক গুপ্তচর সংস্থা। এই খবর পাওয়ার পরেই সজাগ হয়ে যায় নয়াদিল্লি। অ্যাপগুলির মাধ্যমে সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর নজরদারি শুরু হয়ে যায়।

error: Content is protected !!