পুজোর ছুটির আগেই বেতন পেতে পাবেন সরকারি কর্মীরা

পুজোর ছুটি শুরুর আগেই সরকারি কর্মীরা বেতন পেতে পারেন। সাধারণত প্রতি মাসে শেষ ‘ওয়ার্কিং ডে’র একদিন আগেই বেতন ঢোকে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে চলতি মাসে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে ১৮ অক্টোবর। সেকথা মাথায় রেখে তার আগেই অক্টোবর মাসের বেতন দিয়ে দিতে চাইছে নবান্ন। সূত্রের খবর, আগামী ৯ অক্টোবরের মধ্যে অনলাইন স্যালারি পোর্টালে দপ্তরের কর্মীদের মাইনের বিল পাঠিয়ে দিতে বলা হয়েছে। যা সাধারণত মাসের ১৫ তারিখে পাঠাতে বলা হয়। এই তারিখ এগিয়ে আসায় ছুটির আগেই বেতন ঢুকবে বলে কর্মী মহলের আশা। তার সঙ্গেই বোনাস এবং উৎসব অগ্রিমের টাকাও ঢুকতে পারে বলে সূত্রের খবর। 

error: Content is protected !!