‘আমার ফোন- ইমেল হ্যাক করার চেষ্টা করছে’, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক মহুয়া মৈত্র
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর আইফোন ও ইমেইল হ্যাক করতে চায় কেন্দ্রীয় সরকার। আইফোন নির্মাতা সংস্থা অ্যাপেলের তরফ থেকে তাঁর কাছে এমনই সতর্কবার্তা এসেছে। এক্সে অ্যাপেলের পাঠানো বার্তা ও ইমেইলের স্ক্রিনশট পোস্ট করে জানিয়েছেন মহুয়া। অ্যাপেলের পাঠানো বার্তায় লেখা রয়েছে, ‘ রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনার আইফোনকে হয়তো টার্গেট করেছে। অ্যাপেল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে। এই রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, তাহলে তারা আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকী ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না। ‘ আর অ্যাপেলের পাঠানো এই সতর্কবার্তাকেই হাতিয়ার করে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। এক্সে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার আমার ফোন ও ইমেইল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপেল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি। আপনাদের ভয় দেখে আমার করুনা হচ্ছে।’ তবে তিনি একা নন, মহুয়া জানিয়েছেন এই ধরনের সতর্কবার্তা শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সহ ইন্ডিয়া জোটের আরও তিন জন অ্যাপেল ব্যবহারকারী পেয়েছেন। টাকা ও উপহারের বদলে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন কাণ্ডে এমনিতেই বিপাকে পড়েছেন মহুয়া। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটিতে চলছে সেই বিষয়ের শুনানি। তার মাঝেই কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সাংসদের এই অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।