রাজ্য সরকারকে এড়িয়েই প্রেসিডেন্সি সহ ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের

নবান্ন ও রাজভবন সংঘাতের মধ্যেই, ফের নজিরবিহীন পদক্ষেপ রাজ্যপালের। রাজ্যের ১৬ বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সম্প্রতি ১৪টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্যের দায়িত্ব নিজেই নেন। এবার ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন। রবিবার রাতে রাজভবন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১৪টি বিশ্ববিদ্যালয়-সহ কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে নিযুক্ত করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে। এদিকে শনিবার রাজভবনের তরফে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করা হয়, উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার। তাঁর নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা কাজকর্ম করতে বাধ্য। রাজ্য সরকার কোনও ভাবেই হস্তক্ষেপ করতে পারে না। সরকারি নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন। 

error: Content is protected !!