হার্টে ব্লকেজ, কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। এরপরই তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে রাজ্যপালকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যপালের বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর হাসপাতাল সূত্রে। এরপরই সোমবার সকালে রাজ্যপালকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন সূত্রে খবর, এদিন সকালে খানিকটা বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। সে কারণেই রুটিন চেকআপের জন্য রাজভবন থেকে কমান্ড হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল। এ খবর পাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের রওনা দেওয়ার আগে গিয়েছিলেন কমান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখতে। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ পদস্থ আধিকারিক। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপালের শরীর খারাপ। দেখে গেলাম। চিকিৎসা চলছে। আমাকে এবার শালবনীতে যেতে হবে। আমি ওখানেই যাচ্ছি।” সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। সম্ভবত বাইপাস সার্জারি হতে পারে তাঁর। কমান্ড হাসপাতাল থেকে তাঁকে আরও এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানা গিয়েছে। তবে সেটা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে কমান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল।

error: Content is protected !!