রাজ্যকে না জানিয়েই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করলেন রাজ্যপাল

রাজ্য সরকারকে অন্ধকারে রেখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। চলতি মাসেই রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে নিয়োগ করতে বিধানসভায় বিল পাস করিয়েছে রাজ্য সরকার৷ সেই বিল এখনও রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে৷ তার মধ্যেই রাজ্যপাল কর্তৃক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হল বিতর্ক। বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড় নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন। উপাচার্য হিসেবে রাজ্যপাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরই নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন। এদিন ট্যুইট করে সেই কথা জানিয়েছেন তিনি। আর রাজ্যপালের এমন সিদ্ধান্তের নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের এই ঘোষণাকে অনৈতিক বলে দাবি করেছে বাংলার শাসকদল। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপাল অনৈতিক কাজ করছেন। দ্বিচারিতা করছেন পদে থেকে। রাজভবনকে বিজেপির আশ্রয়স্থল করছে।’ অন্যদিকে রাজ্যপালের দাবি, তিনি সার্চ কমিটির সুপারিশ মেনেই এই নিয়োগ করেছেন৷