রাজ্যে সংবিধান মানা হচ্ছে না: রাজ্যপাল

ফের আরেকবার রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্য সরকার সংবিধান মানছে না বলে মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘গত দু’বছর ধরে সংবিধান মেনে আমাকে কোনও কাজ করতে দেয়নি রাজ্য সরকার। সংবিধানে রাজ্যপালকে যে ক্ষমতা এবং অধিকার দেওয়া হয়েছে তা মেনে চলাই আমার দায়িত্ব। কিন্তু এই সরকার তা করতে দিচ্ছে না।’ ধনখড়ের কথায়, ‘রাজ্যে সংবিধান মানা হচ্ছে না। সংবিধান মেনে আমাকে কোনও কাজও করতে দেওয়া হচ্ছে না। রাজ্য মন্ত্রিসভা তাদের সিদ্ধান্ত সময়মত আমায় জানায় না। এই রাজ্যে সংবিধানকে সম্পূর্ণ অমর্যাদা করা হচ্ছে।’ রাজ্যপালের এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘আজ সংবিধানের রক্ষক নিজেই সংবিধানের ভক্ষক হয়ে গিয়েছেন। উনি নিজেই সংবিধান মানেন না। সংবিধানকে সম্পূর্ণ বুড়োআঙুল দেখিয়ে রাজ্যপাল তাঁর সিদ্ধান্ত গ্রহণ করছেন।’

error: Content is protected !!