প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের
জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৬-তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বারাকপুর গান্ধীঘাটে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে সেই প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এছাড়াও, উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, মন্ত্রী পার্থ ভৌমিক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে এই প্রার্থনাসভার আয়োজন করা হয়ে থাকে। সভার শুরুতে রাজ্যপাল এসে হাজির হলে উপস্থিত অতিথি এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। তারপরেই রাজ্যপাল-সহ বিশিষ্টজনের উপস্থিতে তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা রামধুন সঙ্গীত পরিবেশন করেন।