১২০টি প্রলয় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক

১২০টি প্রলয় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য সশস্ত্র বাহিনীকে অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। এই ক্ষেপণাস্ত্রগুলি চিন-পাকিস্তান সীমান্ত জুড়ে মোতায়েন করা হবে। জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রায় ১২০টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে একটি রকেট বাহিনী তৈরির দিকে ভারতীয় সেনাবাহিনী আরও একধাপ এগিয়ে গেল বলেই দাবি করেছে ওই সূত্র। আরও জানা গিয়েছে, সেনার হাতে ক্ষেপণাস্ত্রগুলি তুলে দেওয়ার জন্য এগুলি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রলয় ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫০ থেকে ৫০০ কিলোমিটার, অর্থাৎ, ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

error: Content is protected !!