
মণিপুর নিয়ে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার, বিরোধী চাপের মুখে লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
মণিপুর ইস্যুতে নিয়ে উত্তাল দেশ। জাতিদাঙ্গার জেরে ক্রমেই পরিস্থিতি করুণ হচ্ছে পূর্বের রাজ্যটির। প্রতিদিনই উঠে আসছে খুন, গণধর্ষণের ঘটনা। বিরোধীরা এ নিয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করছে মোদি সরকারের উপর। আর বিরোধীদের এই লাগাতার চাপের জেরে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে দিলেন, মণিপুর নিয়ে আলোচনায় রাজি সরকার। লোকসভার বাদল অধিবেশনে সোমবার অমিত শাহ বলেন, “মণিপুর নিয়ে লোকসভায় আলোচনা করতে আমি প্রস্তুত। বিরোধীদের কাছে অনুরোধ এই ইস্যু নিয়ে আলোচনায় বসুক। এই স্পর্শকাতর বিষয়টির সত্যতা গোটা দেশেরই জানা দরকার।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরই আগামী কাল পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা অধিবেশন। বাদল অধিবেশনের তৃতীয় দিনও মণিপুর ইস্যুতে উত্তপ্ত সংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চেয়ে রাজ্যসভায় বিরোধীদলগুলি বিক্ষোভ দেখাতে থাকে। মণিপুর নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আর তার জেরেই ‘সাংসদ পদের অবমাননা’য় গোটা বাদল অধিবেশনের জন্য তাঁকে সাসপেন্ড করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। একইসঙ্গে ২৬৭ নম্বর ধারায় মণিপুর নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখানোর জন্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও সতর্ক করেন জগদীপ ধনকড়।