
উপাচার্য নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠনের অর্ডিন্যান্স রাজভবনে পাঠাচ্ছে রাজ্য সরকার
উপাচার্য নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠনের জন্য সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিলেছে। সূত্রের খবর, ক্যাবিনেটের সেই অনুমোদনের পর উপাচার্য নিয়োগের আইনে সংশোধন চেয়ে খুব শীঘ্রই রাজ্যপালের কাছে অর্ডিন্যান্স পাঠাচ্ছে রাজ্য। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপাচার্য নিয়োগের আইনে বদল আনার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই অর্ডিন্যান্স আনার জন্য উচ্চ শিক্ষা দফতরের তরফে রাজভবনে ফাইল পাঠানো হতে চলেছে। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হবে বলে আগেই ভাবনা চিন্তা শুরু করেছিল রাজ্য সরকার। সার্চ কমিটিতে তিন জন সদস্যের বদলে ৫ জন সদস্য রাখার বিষয়টি সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হলে অনুমোদন দেয় মন্ত্রিসভা। উল্লেখ্য যে পাঁচ সদস্যের সার্চ কমিটি প্রস্তাবিত আকারে তৈরি করেছে রাজক্য সরকার। সেই কমিটিতে ইউজিসির মনোনীত প্রতিনিধি যেমন থাকবেন, তেমনই রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্যের মনোনীত প্রতিনিধি থাকবেন। এই পাঁচ সদস্যের সার্চ কমিটি বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি দেখবেন।