
শ্রীনগরে ‘গ্রাউন্ড জিরো’ প্রিমিয়ারে ইমরান-ফারহান!
প্রায় চার দশক পর নক্ষত্রখচিত প্রিমিয়ারের সাক্ষী থাকল ভূ-স্বর্গ ৷ ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’র প্রিমিয়ার শ্রীনগরে অনুষ্ঠিত হল ১৮ এপ্রিল ৷ বিনোদন জগতে ও কাশ্মীরে এ এক ঐতিহাসিক মুহূর্ত ৷ অ্যাকশন থ্রিলার এই ছবি জম্মু কাশ্মীরের প্রেক্ষাপটে জওয়ানদের কেন্দ্র করে তৈরি ৷ বিশেষ করে বিএসএফ জওয়ানদের বীরত্ব এই ছবির মূল বিষয় ৷ এদিন আইনক্সে প্রিমিয়ারে তারকাদের পাশাপাশি সিনেমা দেখলেন সীমান্তরক্ষী বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মকর্তারা এবং উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ৷ ছবিটি ২৫ এপ্রিল মুক্তি পাবে প্রেক্ষাগৃহে । শুক্রবার সকালে হাশমি ও টিম শ্রীনগরে পৌঁছন ৷ অভিনেতা এটিকে একটি ‘আবেগপূর্ণ’ এবং ‘প্রতীকী’ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। এই ছবিতে একজন বিএসএফ সামরিক কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। তিনি বলেন, “ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ৷ ২০০১ সালে উপত্যকা থেকে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদকে নির্মূল করার জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনীর গোপন অভিযানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।” তিনি বলেন, “আমি ছবিতে একজন সামরিক অফিসারের ভূমিকায় অভিনয় করেছি ৷ আছেন প্রযোজক ফারহান আখতার এবং সাই তামহঙ্কর। সাই তামহঙ্কর একজন বিএসএফ অফিসারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।” ছবির ট্রেলারে ইমরান হাশমির লুক নজর কেড়েছে দর্শকদের ৷ সিনেমা দেখে পুলিশ অফিসাররা প্রশংসা করেছেন অভিনয় ও পরিচালনার ৷ ‘গ্রাউন্ড জিরো’তে, হাশমি বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট নরেন্দ্র নাথ দুবের ভূমিকায় অভিনয় করেছেন ৷ ২০০১ সালে ভারতীয় সংসদ ভবনে হামলা এবং ২০০২ সালের সেপ্টেম্বরে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার মূল পরিকল্পনাকারী গাজী বাবাকে ধরার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্র নাথ দুবে। তাঁর চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলেছেন হাশমি ৷ ২০০৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছ থেকে কীর্তি চক্র পেয়েছিলেন বিএসএফ নরেন্দ্র নাথ দুবে।