চোখের ড্রপ দিলেই সংক্রমণ, গুজরাতের সংস্থার বিরুদ্ধে নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগ শ্রীলঙ্কার

গুজরাত-ভিত্তিক একটি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের চোখের ড্রপ সরবরাহের অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, গুজরাতের সংস্থা ইন্ডিয়ানা অপথালমিক্স এর সরবরাহ করা চোখের ড্রপগুলি ব্যবহার করার ফলে ৩০ জনের বেশি মানুষের চোখে সংক্রমণ হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্বীপরাষ্ট্রের সরকারের তরফে অভিযোগের পর ভারতের শীর্ষ ফার্মাসিউটিক্যালস রফতানি কাউন্সিল অভিযুক্ত সংস্থাকে একটি নোটিশ ধরিয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী দু দিনের মধ্যে সংস্থাকে অভ্যন্তরীণ তদন্ত করে বিষয়টি জানাতে হবে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে কাজ করা ফার্মেক্সিল নামের সংস্থা বৃহস্পতিবার ইন্ডিয়ানা অপথালমিক্সকে শোকজ নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। গুজরাতের ওই সংস্থার তৈরি করা মিথাইলপ্রেডনিসোলন চোখের ড্রপগুলির গুণমান খতিয়ে দেখতে এই তদন্ত। ইন্ডিয়ানা অপথালমিক্সকে পাঠানো চিঠিতে ফার্মেক্সিলের মহাপরিচালক উদয় ভাস্কর লিখেছেন, ‘আপনার সংস্থার দ্বারা দূষিত আইড্রপের সরবরাহ ভারতীয় ওষুধ শিল্পের সুনাম নষ্ট করেছে। ভারতীয় ওষুধ রফতানির উপর আন্তর্জাতিক সংস্থার যে আস্থা রয়েছে তার উপরও প্রভাব ফেলতে পারে।’