
GT VS RR : রাজস্থানের ব্যাটিং বিপর্যয়! ৫৮ রানে জয়ী গুজরাত
রাজস্থানকে হারিয়ে পরপর টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেল গুজরাত টাইটান্স। এ দিন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থানকে ৫৮ রানে সহজেই পরাস্ত করল শুবমান গিলের ছেলেরা। ম্যাচের পর গুজরাত তালিকায় শীর্ষে গেলেও রাজস্থান পাঁচ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট পেয়ে সাত নম্বরেই রইল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত তোলে ২১৭ রান। ৬ উইকেট হারিয়ে তারা এই রান তোলে। গুজরাত এই ম্যাচে ওপেনে বড় রান পায়। সাই সুদর্শন ৮২ রান করেন মাত্র ৫৩ বলে। শুবমান গিল অবশ্য ব্যর্থ হন। তিনি মাত্র ২ রান করে জোফ্রা আর্চারের বলে বোল্ড হন। এরপর জশ বাটলার ও শাহরুখ খান ৩৬ রান করে করেন। শেষের দিকে ১২ বলে রাহুল তেওটিয়ার ২৪ রান গুজরাতকে ২১৭-তে নিয়ে যায়। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে ও মহেশ ঠিকসানা। একটি করে উইকেট নেন জোফ্রা আর্চার ও সন্দীপ শর্মা। রান তাড়া করতে নেমে এই ম্যাচেও ব্যর্থ হন যশস্বী জয়সোয়াল, করলেন মাত্র ৬ রান। অধিনায়ক সঞ্জু লড়ার চেষ্টা করলেও বড় রান পেলেন না। ২৮ বলে ৪১ রান করলেন। রিয়ান পরাগ ২৬ করে ফিরে যান। শিমরন হেটমায়ার সবচেয়ে বেশি রান করেন। ৫২ করেন তিনি। নীতীশ রানা, ধ্রুব জুরেল করেন যথাক্রমে ১ ও ৫ রান। গুজরাতের বোলিংয়ের সামনে রাজস্থানের ব্যাটিং এতটাই করুণ ছিল যে তারা ২০ ওভার পুরো ব্যাটিং করতে পারেনি। ১৯.২ ওবারে ১০ উইকেট হারিয়ে ফেলে তারা, ১৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। গুজরাতের হয়ে তিনটে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। দুটি করে উইকেট নেন রশিদ খান, সাই কিশোর। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, আরশাদ খান, কুলওয়ান্ড খোজেরিয়া।