
কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, গত ৪৮ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ
জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াই । বৃহস্পতিবার সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে সেনাবাহিনীর। অবন্তিপোরা এলাকায় চলছে এই গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলেও সূত্রের খবর । জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সেখানকার ত্রাল এলাকায়, পুলওয়ামার কাছে, নাদির গ্রামে বৃহস্পতিবার ভোরে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে এই অঞ্চলে এটি দ্বিতীয় সংঘর্ষ। মঙ্গলবার অপারেশন কেলার অভিযানে নিকেশ করা হয়েছে তিন জঙ্গিকে। মঙ্গলবার সোপিয়ানের জঙ্গলে ভারতীয় সেনা ও প্যারা মিলিটারি ফোর্সের যৌথ অভিযানে নিকেশ হয় তিন লস্কর-ই-তৈবা সদস্য। বৃহস্পতিবার ওই এলাকায় যে এনকাউন্টার চলছে তাতে ২ থেকে ৩ জন জৈশ-ই-মহম্মদের জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। এই গুলির লড়াই চলছে পুলওয়ামার কাছে।