মেক্সিকোতে বন্দুকবাজের হামলা, মৃত ৬, জখম ২৬
ফের বন্দুকবাজের হানা। তবে এবার মেক্সিকোতে। আর দু’দিন পরেই বছর শেষ। তাই উইকএন্ডের পাশাপাশি বছর শেষের পার্টিতে মজেছিলেন উত্তর মেক্সিকোর বাসিন্দারা। কিন্তু আচমকাই বন্দুকবাজদের হানায় রক্তে ভেসে গেল পার্টি চত্বর। মৃত্যু হল ৬ জনের। জখম ২৬। গিয়েছে, মৃতদের মধ্যে দু’জনের বয়স ১৮-এর নীচে। জখমদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছেন। জখম ২৬ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ভর্তি রয়েছেন হাসপাতালে। পুলিসের তরফে জানানো হয়েছে, ওই পার্টিতে ছিলেন একজন অপরাধী। তাকে খুন করতেই এসেছিলেন চারজন বন্দুকবাজ। যার মধ্যে একজন বন্দুকবাজ ওই পার্টিতে প্রথম থেকেই ছিলেন। বাকি তিনজন পরে পার্টিতে প্রবেশ করেই হামলা চালাতে থাকেন। বন্দুকবাজের হামলায় নিহত হয়েছেন ওই অপরাধী। কিন্তু নির্দোষ বেশ কয়েকজন মানুষেরও মৃত্যু হয়েছে। বন্দুকবাজেরা পালিয়েছেন, তবে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।