এবার দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলা, মৃত ৮

জন্মদিনের পার্টি চলাকালীন বন্দুকবাজের হামলায় দক্ষিণ আফ্রিকার ইস্ট কেপ এলাকায় প্রাণ হারালেন ৮জন। গুলির আঘাতে জখম হয়েছেন আরও ৩জন। দু’জন আততায়ী এই হামলা চালায় বলে পুলশ সূত্রে খবর। তাদের খোঁজে চলছে তল্লাশি।