পাকিস্তানে জঙ্গি হামলা, বাস থামিয়ে যাত্রীদের গুলি, গাড়িতে আগুন, মৃত ২৩
পাকিস্তানে ফের জঙ্গি হামলা । বাস থামিয়ে বেছে বেছে যাত্রীদের গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। জঙ্গি হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সোমবার সকালে নারকীয় ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সকালে মুসাখাইল জেলার রারাশাম এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে একাধিক বাস থামায় জঙ্গিরা। প্রথমে বাস থেকে যাত্রীদের নামায়। এরপর সকলের পরিচয়পত্র দেখে বেছে বেছে ২৩ জনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হামলার নেপথ্যে কী কারণ, তা এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনা শুনেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা জানিয়েছে, ২৩ জন যাত্রীকে গুলি করে হত্যার পর পরপর দশটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে ওই সড়কটি বন্ধ রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রী মহসিন নকভি এই হামলাকে “বর্বর” বলে অভিহিত করেছেন। দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জঙ্গিদের এই বর্বরতার তীব্র নিন্দা করেছেন।