
আগামী ২৬ জুলাই পর্যন্ত জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার উপরে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের
বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতযীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বৈজ্ঞানিক সমীক্ষার উপরে সাময়িক স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ আগামী ২৬ জুলাই পর্যন্ত বৈজ্ঞানিক সমীক্ষার উপরে স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি মামলার আবেদনকারীকে বারাণী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেসের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে। মসজিদের একটি ইটও যাতে না খোলা হয় সে বিষয়ে পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিকদের সতর্ক করে দিয়েছে। গত শঅউক্রবারই বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেস হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দেয়। শুধুমাত্র ওজুখানায় পাওয়া তথাকথিত শিঙলিঙ্গ এবং সন্নিহিত এলাকায় বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না জানিয়ে প্রয়োজনে মসজিদে খোঁড়াখুঁড়ি চালানোর নির্দেশও দিয়েছিলেন। ওই নির্দেশ মেনে এদিন সকালেই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের চারটি টিম সকাল সাতটা থেকে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করে। বারাণসী জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধের আর্জি নিয়ে দৈশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয মসজিদ পরিচালন সমিতি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মামলার শুনানিতে মুসলিম পক্ষের আইনজীবী বলেন, ‘নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার সময়টুকু দেওয়া হয়নি।’ ওই কথা শুনে সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে বৈজ্ঞানিক সমীক্ষা নিয়ে রিপোর্ট তলব করেন প্রধান বিচারপতি। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, মসজিদে আপাতত কোনও খোঁড়াখুঁড়ি করা হবে না। কিন্তু সেই আশ্বাসে ভরসা না রেখে ২৬ জুলাই পর্যন্ত বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি।